Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গুনাইগাছা ইউনিয়নের ইতিহাস

গুনাইগাছা ইউনিয়নের ইতিহাস

 

পাবনা জেলার চাটমোহর উপজেলার অন্যতম একটি প্রধান ইউনিয়নের নাম গুনাইগাছা। ইউনিয়নটি চাটমোহর উপজেলা সদর হতে ৪ কিলোমিটার পূর্বদিকে চাটমোহর-ভাঙ্গুড়া মহাসড়ক সংলগ্নে অবস্থিত। একসময় গুনাইগাছা ইউনিয়নটি চাটমোহর উপজেলার অন্যতম একটি বৃহৎ ইউনিয়ন হিসেবে পরিগণিত ছিল। পরবর্তীতে চাটমোহর উপজেলার কিয়দংশ এবং ফরিদপুর উপজেলার কিয়দংশ নিয়ে ভাঙ্গুড়া উপজেলা গঠণ হওয়ার ফলে গুনাইগাছা ইউনিয়নের বেশ কিছু অংশ ভাঙ্গুড়া উপজেলার অন্তর্ভুক্ত হয়ে এই ইউনিয়নের আয়তন কমে যায়। ফলে বর্তমানে গুনাইগাছা ইউনিয়ন চাটমোহর উপজেলার অন্যতম ক্ষুদ্রতর ইউনিয়নে পরিণত হয়েছে। ১২.৫০ বর্গ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নের উত্তরাংশ বিল ও নিম্নভূমি এবং দক্ষিণাংশ অপেক্ষাকৃত উচ্চভূমি। এই ইউনিয়নের মাটি খুব উর্বর এবং প্রতিবছর আশাতীত ফসল উৎপাদন হয়ে থাকে। গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর, জালেশ্বর, গুনাইগাছা সহ বেশ কয়েকটি গ্রাম লিচু চাষের জন্য বিখ্যাত হয়ে উঠেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ, সুস্বাদু এবং ফলনশীল লিচু এই ইউনিয়নে উৎপাদন হয়। উন্নত প্রজাতির সুস্বাদু লিচুর উৎপাদনে এই ইউনিয়ন বিখ্যাত। লিচু চাষ লাভজনক বিবেচিত হওয়ায় প্রতিনিয়ত লিচু বাগান তৈরীর প্রবনতা বৃদ্ধি পাচ্ছে এবং ইউনিয়নের অনেকেই উন্নত প্রজাতির লিচু চাষ করে আর্থিকভাবে স্বচ্ছল ও স্বাবলম্বী হয়ে উঠছে।

 

বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে মানুষ ক্রমান্বয়ে উন্নতির উচ্চ শিখরে উঠছে। মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি প্রয়োজন তথ্য প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে পূরণ করা সম্ভব। অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ। আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি এদেশকে আমরা পৃথিবীর মানচিত্রে একটি উন্নত দেশ হিসেবে দেখতে চাই। এজন্য আমাদের প্রয়োজন আধূনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা এবং তথ্য প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা। এই বাস্তবতার নিরিখেই বর্তমান গণতান্ত্রিক ও দেশপ্রেমিক সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি প্রদান করেছেন এবং আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সরকারের এই মহান উদ্যোগের সফল বাস্তবায়নের একটি ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পাবনা জেলার চাটমোহর উপজেলার এই নিভৃত ইউনিয়ন গুনাইগাছার জন্য তৈরী করা হচ্ছে এই ওয়েব সাইট।

এই ওয়েব সাইট তৈরী করার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণকে তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত করা এবং এলাকার জনগণের সকল চাহিদা এই ওয়েব সাইট ব্যবহারের মাধ্যমে পূরণ করার সুযোগ সৃষ্টি করে দেয়া। জেলা প্রশাসক, পাবনা মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক আমরা আমাদের ইউনিয়নের এই ওয়েব সাইটটিকে এমনভাবে সাজিয়েছি যাতে সকল শ্রেণী-পেশা এবং সকল বয়সী মানুষের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সন্নিবেশিত হয়েছে। এটি ব্যবহারের মাধ্যমে এই এলাকার সকল ধরনের মানুষ সকল প্রকার সুবিধা প্রাপ্ত হবে এবং তার দৈনন্দিন জীবনের সকল চাহিদা পূরণ করতে সক্ষম হবে। গুনাইগাছা ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, প্রতিটি শিক্ষকের নাম ও মোবাইল নং, কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার তথ্য, জরুরী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের বর্ণনা সহ সকলকিছু এই ওয়েব সাইটে সন্নিবেশন করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। ফলে সকল বয়সী ও সকল ধরণের মানুষের সকল প্রকার চাহিদা পূরণ করতে এই ওয়েব সাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। একজন ছাত্র তার শিক্ষকের সাথে, একজন কৃষক কৃষিবীদের সাথে, একজন রোগী তার ডাক্তারের সাথে সহজেই যোগাযোগ করতে পারবে। এমনিভাবে সকল মানুষ তার প্রয়োজনীয় সেবা ঘরে বসেই এই ওয়েব সাইট ব্যবহারের মাধ্যমে পেতে পারবে। এমনিভাবে গুনাইগাছা ইউনিয়নবাসী এই ওয়েব সাইট ব্যবহার করে সময় ও অর্থের সাশ্রয় ঘটিয়েতাদের আর্থ-সামাজিক উন্নয়নে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।

 

এই ওয়েব সাইট ব্যবহারের মাধ্যমে কেবলমাত্র গুনাইগাছা ইউনিয়নবাসী কিংবা বাংলাদেশের জনগণই উপকৃত হবে না। ঠিক সমভাবে উপকৃত হবে দেশের বাহিরে যারা অবস্থান করছেন তারাও। সুদূর প্রবাসে অবস্থান করে এই এলাকার যে সকল কৃতি সন্তান বৈদেশিক মূদ্রা অর্জনে ভূমিকা রাখছে তারা এই ওয়েব সাইট ভিজিট করে জানতে পারবে তার দেশ ও তার জনপদের অবস্থা ও খবরাখবর। বিদেশ প্রবাসী ব্যক্তিগণ তাদের স্বজনদের যে কোন প্রয়োজনে সুদূর প্রবাসে থেকেও এই ওয়েব সাইট ব্যবহার করে যথাযথ ব্যক্তি/স্থানে যোগাযোগ করে তার নিকটাত্মীয়ের উপকার সাধনে সক্ষম হবে।

 

দেশ মাতৃকার উন্নয়নে, একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গঠনে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রচেষ্টা একটি যুগান্তকারী পদক্ষেপ।এই মহতী পদক্ষেপের উদ্যোক্তা জননেত্রী শেখ হাসিনার সরকারের হাতকে শক্তিশালী করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ডিজিটাল বাংলাদেশ গড়ার বন্ধুর পথের ক্ষুদ্র সহাযাত্রী হতে পেরে গুনাইগাছা ইউনিয়নবাসী আজ গর্বিত। আমাদের এই ওয়েব সাইটটিকে সুন্দরভাবে সাজাতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।