Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

List of services

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবা সমূহ

গুনাইগাছা ইউনিয়ন পরিষদ চাটমোহর পাবনা।


স্বল্প খরচে আমাদের উন্নত সেবা সমুহ

১।কৃষি, শিক্ষা, আইন ও মানবাধিকার, স্বাস্থ্য, পশু পালন, মাছ চাষ, ইত্যাদি সংক্রান্ত তথ্য ও পরামর্শ।

২। জন্ম নিবন্ধনের সকল সেবা । 

৩। nid সকল অনলাইন সেবা। 

৪। জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দেওয়া হয়।

৫। অনলাইন বিশ্ববিদ্যালয় ভর্তির কাজ সম্পন্ন করা হয়।

৬। সরকারী যে কোন ফরম পাওয়া যায়।

৭। যে কোন পরীক্ষার ফলাফল পাওয়া যায়।

৮। চাকুরী বিজ্ঞপ্তি  পাওয়া যায়।

৯। ছবি তোলা হয় এবং ৫ মিনিটে ডেলিভারী দেওয়া হয়।

১০। ফটোকপি করা হয় ।

১১। লেমিনেটিং করা হয়।

১২। যে কোন দাওয়াত পত্র তৈরি করা হয়।

১৩।বিয়ে/যে কোন অনুষ্ঠানে ভিডিও করা হয়

১৪। ইন্টারনেট ব্রাউজিং করা হয়।

১৫। ইমেইল করা যায়।

১৬। স্ক্যানিং করা যায়।

১৭।ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশে কথা বলা ও দেখা যায়।

১৮। কম্পিউটার কম্পোজ করা হয় ।

১৯।প্রজেক্টর (পাবলিসিটি) ভারা দেওয়া হয়।

২০। অনলাইনে পাসপর্ট আবেদন।

২১।ছবি থেকে ছবি দেওয়া হয়।

২২।ভিজিটিং কার্ড, যে কোন পরিচয় পত্র তৈরি করা হয়।

২৩।জমির নকল পাওয়া যায় (যেমন-আরএস, সিএস, এসএ)

২৪। ভুমি উন্নয়ন কর খাজনা পরিশোধ