পাবনা জেলার আঞ্চলিক ভাষায়ই সাধারণতঃ গুনাইগাছা ইউনিয়নবাসী কথা বলে। এই ইউনিয়নে সামান্য কিছু সংখ্যক আদিবাসী রয়েছে। এরা পরস্পর নিজেদের আদি ভাষায় কথা বললেও অন্যদের সাথে পাবনার সাধারণ আঞ্চলিক ভাষায় কথা বলে। পাবনার আঞ্চলিক ভাষায় কথা বললেও এই ইউনিয়নবাসীর ভাষার মধ্যে সামান্য স্বাতন্ত্র্য রয়েছে। ‘না’ শব্দকে এই ইউনিয়নের লোক ‘লয়’ হিসেবে ব্যবহার করে। যেমন- পাবনা জেলার আঞ্চলিক ভাষার একটি বাক্য ‘তুই গেলু না কে?’ এটাকে গুনাইগাছা ইউনিয়নবাসী বলে থাকে, ‘তুই গেলু লয় কে?’ চাটমোহর বেশীরভাগ এলাকার লোকের মধ্যে ভাষাগত এই স্বাতন্ত্র্য বিদ্যমান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস