যোগাযোগ ব্যবস্থা
ঢাকা হতেঃঢাকা হতে গুনাইগাছা ইউনিয়ন পরিষদে দুইভাবে আসা যায়। প্রথমতঃ ঢাকা হতে সরাসরি চাটমোহরের বাস যোগে এসে চাটমোহর পাওয়ার আগেই গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সামনে নামা যায়। দ্বিতীয়তঃ ঢাকা হতে ট্রেনে চাটমোহর রেল স্টেশনে নেমে সেখান থেকে সড়ক পথে গুনাইগাছা আসা যায়। বাস চলাচল সুবিধা আছে।
বিভাগ (রাজশাহী) হতেঃরাজশাহী হতেও গুনাইগাছা ইউনিয়ন পরিষদে দুইভাবে আসা যায়। প্রথমতঃ রাজশাহী হতে চাটমোহরের বাসে উঠে চাটমোহর উপজেলা সদরে আসার পর সেখান থেকে সড়ক পথে গুনাইগাছা ইউনিয়ন পরিষদে আসা যায়। দ্বিতীয়তঃ রাজশাহী হতে ট্রেনে চাটমোহর রেল স্টেশনে নেমে সেখান থেকে সড়ক পথে গুনাইগাছা আসা যায়। বাস চলাচল সুবিধা আছে।
জেলা (পাবনা) হতেঃপাবনা বাস টার্মিনাল থেকে চাটমোহর পর্যন্ত সরাসরি বাস যোগে চাটমোহর এসে সেখান থেকে সড়ক পথে গুনাইগাছা আসা যায়।
উপজেলা সদর হতেঃউপজেলা সদর হতে গুনাইগাছা ইউনিয়ন পরিষদে সড়ক পথে আসা যায়। দূরত্ব মাত্র ৪ কিঃ মিঃ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস