Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউআইএসসির কার্যক্রম

ইউ আই এস সি

 

ইউ আই এস সি কী ও কেন?

 

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র হচ্ছে ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য- প্রযুক্তি নির্ভর একটি অত্যাধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র (টেলিসেন্টার) যার উদ্দেশ্য হলো তৃণমূল মানুষের দোর গোড়ায় তথ্য সেবা নিশ্চিত করা।একেন্দ্র থেকে গ্রামীণ জনপদের মানুষ খুব সহজেই তাদের বাড়ীর কাছে পরিচিত পরিবেশে জীবন ও জীবিকা ভিত্তিক তথ্য ও প্রয়োজনীয় সেবা পায়।

গত ১১ নভেম্বর ২০১০ মাননীয় প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে এবং জাতি সংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’ প্রশাসক ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী মিসহেলেনক্লার্ক ভোলা জেলার চর কুকরিমুকরি ইউনিয়ন থেকে ভিডি ও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সকল ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) এক যোগে উদ্বোধন করেন। এসকল কেন্দ্র থেকে মাসে প্রায় ৪০লক্ষ মানুষ তথ্য ও সেবাগ্রহণ করছে। ইউ আই এস সির মাধ্যমে সহজে, দ্রুত ও কমখরচে সরকারি ও বেসরকারি সেবা পাবার মাধ্যমে স্থানীয় জনগণের জীবন মানের ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে।

‘জনগণের দোড়গোড়ায় সেবা’ (Service at Doorsteps)-এম্লোগান কে সামনে রেখে ইউ আই এস সির যাত্রা শুরু হয়।ইউ আই এস সি প্রতিষ্ঠার ফলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার প্রতি টিক্ষেত্রে একটি অবাধ তথ্য প্রবাহ সৃষ্টিকরা সম্ভবপর হয়েছে, যেখানে মানুষকে আর সেবার জন্য দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছেনা, বরং সেবাই পৌঁছে যাচ্ছে মানুষের দোরগোড়ায়। অবাধ তথ্য প্রবাহ জনগনের ক্ষমতায়নের অন্যতম পূর্বশর্ত।দেশের ৪,৫০১ টিইউনিয়ন পরিষদে তথ্য ও সেবাকেন্দ্র স্থাপনের ফলে গ্রামীণজনগণের অবাধ তথ্য প্রবাহে অংশগ্রহণ সহ দ্রুততম সময়ে তথ্য ও সেবা পাওয়ার পথ সুগম হয়েছে।

 

উপকরণ:

 

এলাকার সর্বসাধারণের জন্য উন্নত তথ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি ইউ আই এস সিতে একাধিক কম্পিউটার ও সংশ্লিষ্ট উকরণ রয়েছে, যাপর্যায়ক্রমে স্থাপন করা হয়েছে এবং হচ্ছে। ইউ আই এস সির প্রয়োজনীয় উপকরণ আসে উদ্যোক্তার বিনিয়োগ এবং ইউনিয়ন পরিষদের তহবিল (রাজস্ব খাত ও এল জি এস পি প্রকল্প )  থেকে।নূন্যতম স্ট্যাবিলাইজারসহ একটি কম্পিউটার, একটি সাদাকালো প্রিন্টার, একটি কালার প্রিন্টার, অন-লাইন সংযোগ স্থাপনের  জন্য একটি মডেম, একটি স্ক্যানার, একটি ডিজিটাল ক্যামেরা দিয়ে একটি ইউ আই এস সি- এর কার্যক্রম প্রাথমিকভাবে শুরুকরা সম্ভব। তবে পূর্ণাঙ্গ ইউ আই এস সি পরিচালনার জন্য নিম্ন লিখিত উপকরণ দরকার-

·         একাধিক কম্পিউটার (ডেস্কটপওল্যাপটপ)

·         বড় স্ক্রিনসহ ১টি মাল্টিমিডিয়া প্রজেক্টর

·         ২টি লেজার প্রিন্টার

·         ১টি মডেম

·         ১টি স্ক্যানার মেশিন

·   

স্থানীয় চাহিদার ভিত্তিতে কোন ইউ আই এস সিতে উপরকরণ এর চেয়ে কম বা বেশি থাকতে পারে।

ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র স্থাপিত হয়েছে পিপিপিপি (পাবলিক-প্রাইভেট-পিপলস পার্টনারশীপ) মডেলের উপর ভিত্তি করে। প্রতিটি ইউআইএসসিতে দু’জন করে স্থানীয়তরুন উদ্যোক্তা রয়েছে, যাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।এ উদ্যোক্তারাই ইউআইএসসি পরিচালনা করে থাকেন।কিছুকিছুকেন্দ্রেএকজননারীওএকজনপুরুষউদ্যোক্তারপাশাপাশিআরোএকজনকরেনারীওপুরুষ‘বিকল্পউদ্যোক্তা’ হিসেবেকাজকরছে।উদ্যোক্তাইউআইএসসি’রবেতনভুক্তকর্মীনন, প্রতিটিইউআইএসসি’রআয়-ইউদ্যোক্তারআয়।ইউআইএসসি’তেউদ্যোক্তাএকজনবিনিয়োগকারীওবটে।

পার্টনারশীপবাঅংশীদারিত্ব:

স্থানীয়সরকারবিভাগেরনেতৃত্বেইউআইএসসিসমূহপরিচালিতহচ্ছে।মন্ত্রিপরিষদবিভাগেরনির্দেশনায়ওস্থানীয়প্রশাসনেরব্যবস্থাপনায়ইউআইএসসি’রতদারকিসহঅন্যান্যকার্যক্রমপরিচালিতহয়।ইউআইএসসি’রপ্রয়োজনীয়আইসিটিউপকরনওউদ্যোক্তাদেরদক্ষতাবৃদ্ধিরজন্যপ্রশিক্ষণেরঅর্থআসেএলজিডিওবাংলাদেশকম্পিউটারকাউন্সিল(বিসিসি) থেকে।এছাড়াওবিসিসি১০১৩টিবিদ্যুতবিহীনইউনিয়নেসোলারপ্যাণেলসরবরাহকরেদেশেরসকলইউনিয়নপরিষদকেবিদ্যুতেরআওতায়নিয়েএসেছে।এরবাইরেএকাধিকব্যাংক-বীমা, মোবাইলকোম্পানী, এনজিও, শিক্ষা-গবেষনাপ্রতিষ্ঠান, হার্ডওয়্যার-সফটওয়্যারসমিতিপ্রভৃতিপ্রতিষ্ঠানতাদেরসেবা, নতুনদক্ষতাওকারিগরীসহায়তানিয়েইউআইএসি’রসাথেসম্পৃক্তহচ্ছে।

ইউএএমএস বাইউআইএসসিএ্যাকটিভিটিম্যানেজমেন্টসিস্টেম:

ইউআইএসসিউদ্যোক্তাদেরআয়েরহিসাবএবংস্থানীয়প্রশাসনেরফলো-আপেসহযোগিতাকরারজন্যইউআইএসসিকার্যক্রমব্যবস্থাপনাবা‘ইউএএমএস’ (http://www.e-service.gov.bd/uams/) নামেএকটিঅনলাইনসফটওয়্যারতৈরিকরাহয়েছে।ইউআইএসসিউদ্যোক্তারাতাদেরপ্রতিদিনকারআয়েরতথ্যএখানেআপলোডকরেথাকেন।

ব্লগ(uiscbd.ning.com):

উদ্যোক্তাদেরনিজেদেরমধ্যেপারস্পরিকমিথস্ক্রিয়া, আন্ত:সম্পর্কস্থাপনএবংউদ্যোক্তাদেরসাথেস্থানীয়প্রশাসনেরকর্মকর্তাদেরসাথেদ্রুতযোগাযোগেরজন্যতৈরিকরাহয়েছেইউআইএসসিব্লগ(uiscbd.ning.com)।ব্লগটিসারাদেশেবিস্তৃত৪,৫০১টিইউআইএসসি’র৯,০০২জনউদ্যোক্তারজন্যএমনইএকটিশক্তিশালীঅনলাইনপ্লাটফরম, যেখানেউদ্যোক্তারানিজেদেরমধ্যেঅভিজ্ঞতাবিনিময়করার, সমস্যাচিহ্ণিতওতারসমাধানখোঁজার, সমবেতভাবেউদ্যোগগ্রহণের, স্থানীয়প্রশাসনেরসাথেকাঁধেকাঁধমিলিয়েকাজকরার, এমনকিপ্রয়োজনেনীতিনির্ধারকদেরসাথেআলোচনাকরারসুযোগপাচ্ছে।